জিহাদ মোর্শেদ জেলা প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা সদরের একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৩, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার বিকাল ৫ঘটিকার বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
সকাল ৯ টায় শুরু হয়ে দিনব্যাপী চলে ওই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। শেষে বিকেল ৫,টায় বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ উপস্থিত থাকার জন্য সম্মতি দিলেও জরুরী কাজে ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত তিনি উপস্থিত হতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন,আইন বিষয়ক সম্পাদক গৌরনদী উপজেলা আওয়ামী লীগ অ্যাডভোকেট শাহিদা আক্তার গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সির আতিকুর রহমান শামীম ও গৌরনদী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ আফজাল হোসেন প্রমুখ।
বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ, সিনিয়র শিক্ষক(শারীরিক শিক্ষা) রোকনুজ্জামান পনির, সিনিয়র শিক্ষক মোঃ বাদশা শিকদার, সিনিয়র শিক্ষক শক্তি বিশ্বাস ও সিনিয়র শিক্ষীকা মাসুমা পারভীন, সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, রত্না দাস, সিনিয়র শিক্ষীকা নীগার সুলতানা, সহকারী শিক্ষক ফারুক, সহকারী শিক্ষক আলামিন, সহকারী শিক্ষক রহিম,সহকারী শিক্ষক সুমন, সহকারী শিক্ষক সুশান্ত কুমার, সিনিয়র সহকারী শিক্ষীকা সৈয়দা সুরাইয়া নাসরিন, সহকারী শিক্ষীকা লিপী, সহকারী শিক্ষীকা শ্যার্বনী।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply