অনলাইন ডেস্কঃ বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে মা ও মেয়েকে এলোপাতারি পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা বসতঘর ভাঙচুরের চেষ্টা চালায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় মা রুবি বেগমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেয়ে মরিয়ম প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত মরিয়ম অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে আমার ও আমার পরিবারদের সাথে প্রতিবেশী আউয়াল সিকদারের ছেলে হেলাল শিকদার ও তার পরিবারদের জমি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।
হেলাল ও তা সহযোগীরা আমাদের জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়। এদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলে হামলা মামলার শিকার হতে হয়। প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে হেলাল তার পরিবারের সহযোগীরা আমার ও আমার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকি দিয়ে আসছে।
বিষয়টি নিয়ে আমার বাবা আব্দুল আজিজ সিকদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে হেলাল গংরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে আমাদের পালিত ছাগল হেলালদের জমিতে গেলে হেলাল গালিগালাজ করে।
অশ্লীল ভাষায় গালিগালাজ করলে এক পর্যায় আমি ও মা রুবি বেগম, বাবা আব্দুল আজিজ সিকদার প্রতিবাদ করলে হেলাল ও তার বাবা আউয়াল শিকদারসহ অজ্ঞাতনামা কয়েকজন আব্দুল আজিজ ও রুবি বেগমকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় আমি বাঁচাতে আসলে আমাকেও হেলাল-অমানুষিক নির্যাতন ও শ্লীলাতাহানি করে। জানাযায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।
Leave a Reply