নিজস্ব প্রতিবেদক // মুলাদীতে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় পৌরসভায় ৪ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। আহত এনায়েত হোসেন খান (রিমন) বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার মুলাদী উপজেলা প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্বা আনোয়ার হোসেন খানের ছেলে। ছেলের ওপর হামলার এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন বাবা আনোয়ার। সেখানে উল্লেখ করা হয়, আমার পুত্র ইতিপূর্বে উপজেলার মাদক ব্যবসায়ীদের বিরুদ্বে সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ৪ নং ওয়ার্ডের ছাকিন রাড়ি, অনিক রাড়ি, সাইফুল বেপাড়ি, সোহেল রাড়ি, আদনান রাড়ি, মনির সরদার, তানভির, অভি, রোটন, মিজান দেওয়ান, জাকির গাজী, ইউসুফ খান, কাওছার মোল্লা, লিংকন হাওলাদার, শাহাদাত মিলে আমার ছেলের ওপর পুর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে রিমনকে অবরুদ্ধ করে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তারা রিমনের মাথা ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় রিমনের ডাকচিতকারে এলাকাবাসী ছুটে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। আমি রিমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এঘটনায় অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবী জানান ভুক্তভুগী রিমনের বাবা মুক্তিযোদ্বা আনোয়ার হোসেন খান।
Leave a Reply