নিজস্ব প্রতিবেদক // মুলাদীতে কলেজছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানা পুলিশের চাপের মুখে ৫ ঘন্টা পর পরিবারের কাছে ফেরতও দেয়া হয়েছে। অভিযোগে জানাযায়, মুলাদী কলেজের এইচএসসি পরিক্ষার্থী পরিক্ষা দিতে আসলে পরিক্ষা শেষে বাবার সাথে বাড়ি ফেরার পথে বেইলিব্রীজ নামক স্থান থেকে কতিপয় লোকজন অটো গাড়িটি অবরুদ্ব করে।
এরপর জোরপূর্বক অস্ত্রের ভয় দেখিয়ে কলেজ ছাত্রীকে অপহরন করে। কলেজ ছাত্রীর বাবা মুলাদী সদর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান থানা পুলিশকে অবহিত করলে পুলিশের সহায়তায় সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে কলেজ ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে মুলাদী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, এরকম ঘটনা শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply