নিহত তানভির পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার শাহ্ আলম হাওলাদারের ছেলে।
সে পার্শবর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে পারিবারিক গোরস্থানে তানভিরের দাফন সম্পন্ন হয়।
নিহতের স্বজন তানিম আহম্মেদ বলেন, আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রুপ থেকে রক্ষা করতে তানভির নিজ উদ্যোগে একটি ইদুর মারার ফাঁদ তৈরি করে তা ক্ষেতে দিয়ে রাখে। পরে তার দাদা মোখছেদ হাওলাদারের বসতঘর থেকে বৈদ্যুতিক তারের মাধ্যমে ইঁদুর মারার ফাঁদটিতে বিদ্যুৎ নেয়।
সোমবার রাতে সেই ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় তানভিরকে উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যান। আজ জনাজা শেষে দাফন সম্পন্ন হয়।
Leave a Reply