সরেজমিনে ওই এলাকায় ঘুরে দেখা গেছে, নগরীর ২৯ নং ওয়ার্ড লুৎফর রহমান সড়ক জাবের পাড় এলাকার হযরত মুহাম্মদ (সঃ) জামে মসজিদ সংলগ্ন পাশের শাখা রাস্তা আংশিক দখল নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন। নির্মাণ অবকাঠামো আইন, নিয়মনীতি আর স্থানীয়দের সুবিধা-অসুবিধা তোয়াক্কা না করে ওয়াল নির্মাণ করছেন শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান,এই রাস্তা সিটি কর্পোরেশনের, রাস্তাটি ৬ থেকে ৭ ফুট প্রশস্থ। এই আঞ্চলিক সড়ক দিয়ে এলাকার বাসিন্দারা চলাচল করে আসছে।দেখা যায় হঠাৎ করে মোঃ শহিদুল ইসলাম ২ ফুট রাস্তা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে নির্মাণ কাজে বাধা প্রদান করে,এক পর্যায়ে প্রশাসন ও সিটি কর্পোরেশন লোকজন এসে কাজ বন্ধ করে দেয়।
এব্যাপারে প্রবাসী শহিদুল ইসলামকে ফোন দিলে তার স্ত্রী (ফরিদা ইয়াসমিন) এই প্রতিবেদকে জানান, বাউন্ডারি ওয়াল আমার জমিতে উঠাইছি।সিটি কর্পোরেশন এ বিষয় জানেন। এছাড়াও এই রাস্তায় আমাদের আরও জমি আছে। ওয়াল নির্মাণ নিয়ে বিচার শালিসি হয়েছে এলাকাবাসী সম্মতি দিয়েছে বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাসিন্দারা জানায়, জোরপূর্বক রাস্তার জমি দখলে নিয়ে ওয়াল নির্মাণ করেছেন। ফলে রাস্তাটি সরু হয়ে গেছে। যার কারণে ওই রাস্তা দিয়ে এখন আর কোন গাড়ি ঢুকতে পারবেনা। চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।
এ ব্যাপারে জানতে সিটি কর্পোরেশনে কর্মরত ২৯ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা রোড ইন্সপেক্টর রাকিব জানায়,আমি বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ অলরেডি বন্ধ করে দিয়েছি। তারা যদি নিজেরা ওয়াল অপসারণ না করেন। তাহলে সিটি কর্পোরেশন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
Leave a Reply