বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে ইট বাটার শ্রমিককে মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার।। পটুয়াখালী জেলার বাউফল থানাধীন ৩ নং কাঁচিপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইট বাটার শ্রমিককে পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ২ টার সময় বাহের চর বাজারে গৌতমের হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ আরিফ রাড়ি (২৬) হলেন ওই গ্রামের বাসিন্দা মো: আলাউদ্দিন রাড়ির ছেলে।আহত আরিফ রাড়ি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আরিফ রাড়ি জানান বেশ কয়েক বছর পূর্বে থেকে মহিবুলের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি চলে আসছিল তার ই সূত্র ধরে ঘটনার দিন আরিফ বাহের চর বাজারে গরু বিক্রি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলে পূর্ব পরিকল্পিতভাবে আরিফের পথ রোধ করে মহিবুল সহ ৪/৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে শাপল ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । আরো জানা যায় আরিফ সাথে থাকা গরু বিক্রির নগদ ক্যাশ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।
Leave a Reply