নিজস্ব প্রতিবেদক
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনায় অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে অংশ নেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপি। গতকাল শনিবার (১৭ মে) খুলনার উদ্দেশ্যে তারা বরিশাল ছাড়েন। খুলনায় সমাবেশ ঘিরে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। এর নেতৃত্ব দেন দক্ষিণ বিএনপি’র আহবায়ক আবুল হোসেন খান (সাবেক এম.পি) ও সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ’র সদস্য আলহাজ্ব নুরুল আমিনসহ নেতৃবৃন্দরা ।
এসময় তারা বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, হারানো গণতন্ত্রকে পুন:রুদ্ধারের জন্য এবং একটি দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছে। আজকের সমাবেশের মাধ্যমে তরুণরা একাত্মতা প্রকাশ করবেন। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে। দেশের জনসংখ্যার বড় অংশই তরুণ। দেশের নানাবিধ কাজে আমরা এখনও পুরোপুরিভাবে তরুণদের যুক্ত করতে পারি নাই। বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।
তারা আরো বলেন, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রথম কোন রাজনৈতিক দল হিসেবে বিএনপির এক যুগান্তকারী কর্মসূচি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই আয়োজন নিশ্চয়ই একটি মাইলফলক। এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিনব নেতৃত্ব এবং নির্দেশনার উজ্জ্বল স্মারক।
Leave a Reply