1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ০৯ জুন ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গরুর হাটে গরু বিক্রেতাকে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে কালচারাল অফিসার ‘অসিত বরণ দাশ’কে’ বিতর্কিত করার চক্রান্ত জিয়াউদ্দিন সিকদারকে বরিশাল মহানগর বাস্তহারা দলের শুভেচ্ছা যাত্রীসেবা নিশ্চিতে কঠোর জিয়াউদ্দিন সিকদার, ভাঁসছেন প্রশংসায়! জিয়াউদ্দিন সিকদারকে নগর বাস্তহারা দলের শুভেচ্ছা বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে ইট বাটার শ্রমিককে মারধরের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেন- রহমাতুল্লাহ নগরীর রূপাতলী আজিজিয়া হাউজিংয়ে প্রকৃত মালিককে হয়রানি করে জমি দখলের পায়তারা ‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন’ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত বরিশালের হুমায়ুন কবির

বরিশালে জমি বিরোধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে পাঁয়তারার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ওয়ারিশ ও ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে অন্যত্র বিক্রি একইসাথে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন ঐ এলাকার বাসিন্দা ভুক্তভোগী আব্দুল মজিদ জোমাদ্দার। মামলা নং- ১৭৬/২০২৫। মামলা দায়েরের পর বিরোধীয় জমিতে স্থাপনা নির্মাণ বন্ধে আবেদনের প্রেক্ষিতে গত ২৫/০৪/২৫ তারিখে দুইজনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিবাদীরা হলেন- ঐ এলাকার মৃত হাতেম জোমাদ্দারের দুই ছেলে নজরুল ইসলাম জোমাদ্দার ও নুর ইসলাম জোমাদ্দার।

এদিকে আব্দুল মামলা দায়েরের পর সম্প্রতি ভুক্তভোগীসহ তার তিন ছেলে মোট চারজনের নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন নজরুল ইসলাম বলে জানিয়েছেন আব্দুল মজিদের ছেলে সুমন জোমাদ্দার। তিনি অভিযোগে জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে আমার বাবার ক্রয় ও ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমির এক দাগে ভোগ দখলে রয়েছি। আমাদের বুঝিয়ে না দিয়ে আমার বড় চাচা হাতেম জোমাদ্দার একটি দাগ থেকে ৯ শতাংশ জমি আমাদের ভোগদখল করতে দেয়। পরবর্তীতে ভোগদখলীয় জমি ওই জমি’র মধ্যে থেকে ৫ শতাংশ ২০০৬ সালে তিনি বাচ্চু নামের এক আত্নীয়ের কাছে বিক্রি করেন। তার নামে ঐ জমি রেকর্ড হয়।

পরবর্তীতে হাতেম জোমাদ্দার মারা গেলে বিক্রিত জমি তার ছেলে নজরুল ক্রয় করেন। পরবর্তীতে আমরা জানতে পারি, আমাদের বিরোধীয় দাগসহ আরও ৫ দাগে আমাদের জমি রয়েছে। যার দলিল খুজে পাই। অথচ তিনি জমি আমাদের বুঝিয়ে না দিয়েই অন্যত্র বিক্রি করেন। সম্প্রতি নজরুল ৫ শতাংশ ছাড়াও আরও ৪ শতাংশ অর্থাৎ আমাদের জমিও ওপরে ভবন নির্মাণের কাজ শুরু করলে তাতে বাধা প্রদান করি। সুমন আরও জানান, এ ঘটনায় থানা পুলিশকে খবর দিলে তারাও ঘটনাস্থলে আসেন।

পরবর্তীতে আমার বাবা মৃত হাতেম জোমাদ্দারের ছেলে নুর ইসলামকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তারা বিভিন্নভাবে আমাদের হয়রানী করে যাচ্ছে। সম্প্রতি তারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি চুরির অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেছেন। সেখানে সিমেন্ট, রড ও নির্মাণ সামগড়ি চুরির অভিযোগ আনা হয়। যদিও এঘটনায় আমরা সম্পৃক্ত নই। মুলত আমাদের জমি আত্নসাত ও দমাতে এই মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা আমাদের জমি ফেরতের পাশাপাশি মিথ্যা এ মামলা প্রত্যাহারের দাবি জানাই । এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান ভুক্তভোগী সুমন জোমাদ্দার।

এ বিষয়ে জানতে নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এদিকে মামলাটি বিজ্ঞ আদালত গোয়েন্দা শাখায় (ডিবি) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, সম্পত্তি হলো- জিলা-বরিশাল, উপজেলা- বরিশাল সদর মোতাবেক জে. এল ২২নং আত্মাকাঠী মৌজার আর, এস ৬১০/৬১১/৭৬৯ তথা এস. এ ৩৯৭ নং খতিয়ানের হাল ৬৯৭/৬৯৮ নং দাগে হিং ১২ আনা অংশে ১২ একর, জিলা-বরিশাল, মৌজা ঐ মধ্যে আর. এস ৬১০/৬১১/৭৬৯ নং খতিয়ান তথা এস. এ ৩৯৮ নং খতিয়ানে হাল ৬৯০/ ৬৯৭/ ৬৯৮/৭০০/৭০১ নং দাগে ৩.৬৯ একর, এস. এ ৭২৫নং দাগে ৩২ একর, এস, এ ৪২১নং খতিয়ানের হাল ৩১৬/ ৬৯০/৬৯৭/৬৯৮/৬৯৯/৭০০/৭০১ নং দাগে ১.৪৯ একর, এস. এ ৪০১ নং খতিয়ানে হাল ৭১৫/৭১৬/৭৬১ নং দাগে ০৬ একর, এস.এ ৪০২নং খতিয়ানের হাল ৭৫৫/৭৬৪/ ১১১৭ নং দাগে ৮৮ একর একুনে ৭.০৯৭৫ একর ভূমির মধ্যে ২.১২৭৫ ভূমি ত্ আবেদনে স্বত্ব।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ