বরিশালে আইডিইবি’র ভবন সংরক্ষণে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
বরিশাল আইডিইবি ভবন সংরক্ষণে সকল প্রকৌশলীর ঐক্য ও সচেতনতার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর বরিশাল ক্লাব সংলগ্ন আইডিইবি কার্যালয়ে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’র সাবেক চেয়ারম্যান ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রকিব উল্লাহ। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রকৌশলী ফজলুল হক, এ কে এম আবুল বাশার, রেজাউল করিম (শাকিল রেজা) প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রকৌশলী শাহিন মিয়া। এসময় বক্তারা বলেন, আইডিইবি হলো আমাদের প্রানের সংগঠন। আর এই সংগঠনের উন্নয়ন ও ভবন সংরক্ষণে সকল প্রকৌশলীর ঐক্য হয়ে কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠনের কোন উন্নয়ন হয়নি। তাই আমরা সবাই এক হয়ে সংগঠনের স্বার্থে কাজ করবো।
Leave a Reply