২৫ নং ওয়ার্ড কৃষকদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছায় সিক্ত জিয়াউদ্দিন সিকদা
নিজস্ব প্রতিবেদক
বরিশালে নগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ২৫ নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
গতকাল বুধবার ( ২৩ এপ্রিল) সন্ধ্যায় রুপাতলীস্থ কার্যালয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর কৃষকদলের আহবায়ক শাহেদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কৃষকদলের নবগঠিত কমিটির আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান, আব্দুল খালেক হাওলাদার, রফিকুল ইসলাম, মেজবা উদ্দিন, আসলাম গাজী, ইমাম হোসেন সুজন, সায়েম ইসলাম, সদস্য সচিব আলামিন হাওলাদার, ১ নং সদস্য মোজাহিদুল ইসলাম, সদস্য নাসির হাওলাদার সহ কমিটির অন্যান্য ২৪ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটিতে ঐক্যবদ্ধ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন ও সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রেখে আরোপিত দায়িত্ব পালনের আহবান জানান প্রধান অতিথী জিয়াউদ্দিন সিকদার জিয়া। এসময় তিনি নবগঠিত কমিটির প্রত্যেক সদস্যদের সাফল্য কামনা করেন।
Leave a Reply