
বিশেষ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে মাদক মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আসামীর স্ত্রীর চাঁদাবাজি মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায় গত (৮ এপ্রিল) ২০২৫ ইং বরিশাল সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আমলী আদালত মেহেন্দিগঞ্জে স্বাক্ষীদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন মাদক মামলার আসামি সজিব হোসেন বেপারীর স্ত্রী সাথি বেগম। মামলায় অভিযুক্ত করা হয় ১২জনকে তার মধ্যে ৯জনই মাদক মামলার স্বাক্ষী। এই মামলায় ৪জনকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেন। এরা হলেন নোমান হাওলাদার, মারুফ সিকদার, নিশাদ সিকদার, রাজিব হাওলাদার। ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ করেন আওয়ামীলীগের দোসর হিসাবে সর্বজন পরিচিত সজিব হোসেন বেপারি বিগত দিনে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত ছিলেন। সে গত ১লা এপ্রিল ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ নোমান হাওলাদার, মারুফ সিকদার, নিশাদ সিকদার, রাজিব হাওলাদারসহ ৯জনকে স্বাক্ষী হিসাবে রাখেন । মাদক মামলায় জামিনে এসেই স্বাক্ষীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছেন। মামলার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর ওয়ার্ডের বাসিন্দা সজীব হোসেন বেপারী এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছেন। যার ফলে এলাকায় নদী ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয়রা প্রতিবাদ করলে উল্টো তাদের হুমকি ধামকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। সর্বশেষ গত শুক্রবার (১৮ এপ্রিল) ২০২৫ ইং অবৈধ ড্রেজার ব্যবসার টাকার ভাগবাটোয়ারা নিয়ে ড্রেজার মালিক সজিব বেপারির সাথে স্থানীয় রিয়াজ সরদার মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষের লোকেরা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষই আহত হয়। এই ঘটনায় আহত সজীব হোসেন বেপারী মামলা করার চেষ্টা করলে স্থানীয়দের তোপের মুখে আর মামলা করতে পারেন নি বলে জানা যায়। ড্রেজার সংক্রান্ত বিষয়ে মারামারির বিষয়টিকে পুজি করে মাদক মামলার সাক্ষীদেরও জড়ানোর পায়তারা করেছেন সজিব বেপারি। ড্রেজার ব্যবসা সংক্রান্ত বিষয়ে পার্টনারদের মধ্যে মারামারির বিষয়ে রিয়াজ সরদার বলেন, ড্রেজার সংক্রান্ত বিষয়ে তার সাথে সজিব বেপারির কথার কাটাকাটি হয়। তাকে কেউ মারধর করে নি। তিনি আহত সেজে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এই বিষয়ে সজিব এর সাথে যোগাযোগ এর চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
Leave a Reply