নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছ্বাচারিতা নয়, সকলের যৌথ সিন্ধান্ত অনুযায়ী বরিশাল নগর বিএনপির ৩০টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের সমন্বয়ে আটটি টিম গঠন করা হয়েছে। আর কমিটি গঠনের পুর্বে সম্মতি প্রকাশের মিটিং-এ ৪১ সদস্য বিশিষ্ট নগর বিএনপির সদস্যদের মধ্যে ৪০ জনই উপস্থিত ছিলেন বলেও নগর বিএনপি সুত্রে জানা গেছে।
নগর বিএনপির যুগ্ন আহবায়ক ও টিম নম্বর-২ এর ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মো: আল আমিন জানান, আমাদের কেন্দ্রের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু ভাই রয়েছেন। নতুন করে সম্পৃক্ত হয়েছেন মহানগর সম্মেলন প্রস্তুত কমিটিতে ছাত্রনেতা হাসান মামুন ভাই। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী মহানগর বিএনপির সম্মেলন সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে করার লক্ষ্যে ৩০ ওয়ার্ডের কমিটি নতুন করে গঠন গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।
তিনি বলেন, আব্দুল আউয়াল মিন্টু ভাই যখন বরিশালে এসেছিলেন তখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়। ঐ সময়ে হাসান মামুন ভাইও উপস্থিত ছিলেন।
এসময় সিদ্ধান্ত হয় ৩০ ওয়ার্ডে টিম গঠন ও কর্মীদের মাঝে ফরম বিতরণ করা হবে। কর্মীরা যার যার মত ফরম পুরণ করে আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার নানাবিধ তথ্যাধিও উপস্থাপন করবেন। এদের মধ্যে যাদের নামে কোন অভিযোগ নেই ও রাজপথের ত্যাগী কর্মী তাদের মুল্যায়ণ করা হবে।
আল আমিন আরও জানান, নগর বিএনপির সকল সদস্যদের সাথে নিয়ে এ কর্মসূচির বিষয়ে একটি মিটিংও হয়। সেখানে ৪১ জনের মধ্যে ৪০ জন উপস্থিত ছিলেন। সেখানে তারা এ বিষয়ে ঐক্যমতও পোষণ করেন। এছাড়া কেন্দ্র থেকে টিম গঠনেরও নির্দেশ ও তালিকাও প্রেরণ করা হয়। সে অনুযায়ী নগর বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। এখানে কোন স্বেচ্ছাচারিতা কিংংবা আহবায়ক ও সদস্য সচিবের অবৈধ প্রভাব পড়েনি।
তিনি বলেন, যারা এখম দ্বিমত করছেন তাদের এটা ঠিক নয়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। দলের ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে একযোগে দেশের উন্নয়নে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ওয়ার্ড কমিটি গঠনে গঠিত আটটি টিম স্বাধীনভাবেই কাজ করতে পারবে।
Leave a Reply