নিজস্ব প্রতিবেদক
বরিশালে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার বন্ধের প্রতিবাদ করায় দুই বাস মালিক সদস্যসহ প্রায় ৭ জন শ্রমিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল-ভোলা রুটের খয়রাবাদ সেতুর প্রান্তে এঘটনা ঘটে।
আহতরা হলেন- বরিশাল সড়ক পরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক জাদিদ (৩৬), দপ্তর সম্পাদক ইউসুফ(৩৩), ১ নং সদস্য ফয়সাল, লাইন সম্পাদক কালাম ও শিক্ষার্থী সহ অন্তত ১০ জন।
হামলায় আহত জাদিদ জানান, মহাসড়কে থ্রি-হুইলার আলফা মাহিন্দ্রা নিষিদ্ধ রয়েছে। নিয়ম না মেনে এসব পরিবহন মহাসড়কে চলাচল করছে। আমরা মালিক সদস্যরা অবৈধ থ্রি-হুইলার বন্ধে খয়রাবাদ সেতুর প্রান্তে নিয়মানুযায়ী অবস্থান করছিলাম। এসময় অবৈধ এসব পরিবহন যাত্রী নিয়ে চলাচল করছিল। আমরা বাধা দিলে পুর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালায়। আলফা শ্রমিক সুজন ও ল্যাংরা মাসুদের নেতৃত্বে হামলায় অংশ নেয় প্রায় ৪০/৫০ জন। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়। আমরা হামলার বিচারের পাশাপাশি অবৈধ এসব পরিবহন বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এদিকে হামলার পরপরই বিচারের দাবি জানিয়ে রুপাতলী থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে ধর্মঘট ডাকেন। এতে বিকেল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে।
এ বিষয়ে বরিশাল বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম চৌধুরী জানান, বাস মালিক ও শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায় অবৈধ আলফা মাহিন্দ্রা শ্রমিকরা। এর বিচারের দাবি জানিয়ে শ্রমিকরা ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। আমরা হামলাকারীদের বিচারের আওতায় আনতে প্রশাসনেরর সুদৃষ্টি কামনা করছি।
এদিকে প্রশাসনের মাধ্যমে বিচার ও অভিযুক্তদের গ্রেফতার করা হবে এমন আশ্বাস প্রাপ্তির পর বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার জিয়া’র নির্দেশে ধর্মঘট প্রত্যাহার পূর্বক এদিন গাড়ি চলাচল শুরু হয়।
Leave a Reply