নিজস্ব প্রতিবেদক
অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে শেখ মুজিবুর রহমান কর্তৃক বন্ধ করা পত্রিকাগুলো চালু করে দিয়েছিলেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।
গতকাল বরিশালের স্থানীয় দৈনিক আজকের তালাশ পত্রিকায় ৯ বছর পদার্পণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে এ কথা বলেন তিনি। এসময় আবু নাসের বলেন, শেখ মুজিব তার সাময়ে সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়ানার ৪ টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। স্বাধীনতা হরণ করেছিল। একই কার্যক্রম করেছে স্বৈরাচারী তার কন্যা শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে অনেক সাংবাদিককে নানা ভাবে হয়রানী করেছে। গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হল চান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তারিক সুলাইমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
Leave a Reply