নিজস্ব প্রতিবেদক
বরিশাল গ্রামার স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ রুপাতলী হাউজিং এলাকার হিরণ পয়েন্ট-২ তে চলমান প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ কর্মসুচী বাস্তবায়িত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভ হয়। এরপর হামদ, নাত ও ইংরেজি কবিতা আবৃতি করে শিক্ষার্থীরা। এর আগে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পরিচালক আবু তালেব মিয়া।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর আদনান নবীন, অধ্যক্ষ মাহামুদ আলী , বোর্ড পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ তাহসান আলী , আলী রেজা খান প্রমুখ।
এছাড়াও অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথীরা।
Leave a Reply