নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল শেখ মুজিব, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বিজয় অর্জন করে বাংলাদেশ বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডস্থ ভাটিখানা এলাকায় সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, শেখ মুজিবর রহমান দেশে ফেরার পর স্বাধীনতা রক্ষার পরিবর্তে কন্ঠ চেপে ধরলেন সাধারণ মানুষের। তার ঘড়ানার ৪ টি পত্রিকা বাদে সব জাতীয় ও স্থানীয় সব পত্রিকা বন্ধ করে দেন। বাকস্বাধীনতা হরণ করে শেখ মুজিব। মুক্তিযুদ্ধের আকাঙ্খা ছিল বাকস্বাধীনতা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, মৌলিক অধিকার নিশ্চিত করা।
কিন্ত শেখ মুজিবের শাসনামলে ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয় দেশ। বাংলাদেশকে ভিখারীর দেশে পরিণত করেছিল শেখ মুজিব। দীর্ঘ ৩ বছর অর্ধাহার ও অনাহারে দিন কাটাতে হয়েছে মানুষদের।
এর প্রতিবাদ যাতে কেউ না করতে পারে এজন্য গঠন করলেন বাকশাল। ধর্মীয় সহ সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে তিনি। এরপর বাকশালে আজীবন শেখ মুজিব দেশ পরিচালনা করবেন বলে অবৈধ ও জোর করে আইন পাশ করেন। ফুসে ওঠে দেশের মানুষ। ১৯৭৫ সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন।
মাত্র ৩ মাসের মাথায় খাদ্যে স্বয়ংসম্পুর্ন হয় দেশ। দূর হয়ে যায় দুর্ভিক্ষ। জিয়াউর রহমানের দেশ প্রেম, সততা, গণতন্ত্র প্রেমের কাছে বার বার পরাজিত হয়েছে শেখ মুজিবুর রহমান। যেখানেই শেখ মুজিবর রহমান ব্যর্থ হয়েছে সেখানেই জিয়াউর রহমান সফল হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন।
এরপর হাসিনা ক্ষমতায় এসে দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে ক্ষমতায় বসে ছিল। মানুষের মৌলিক অধিকার বঞ্চিত করে। ভোটের অধিকার ক্ষুন্ন করে।
এই স্বৈরাচারী সরকার বাংলাদেশে আর যাতে না আসতে পারে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে ।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের ১ নং যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটুর সভাপতিত্বে কর্মসুচীতে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তারিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জয়নব বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদলের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম ঝুনু।
Leave a Reply