নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিএনপি’র দুই নেতার বাসায় দুর্বৃত্তদের তাণ্ডব ও স্বজনহারা কর্মীদের খোঁজ খবরসহ তাদের পাশে দাঁড়িয়েছেন নগর বিএনপি। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর ও বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল হক লিটুর বাসায় ছুটে যান আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া। দলীয় কার্যক্রমে ঢাকা থেকে ফিরে এদুই নেতার সার্বিক খোজ খবর নিতে ছুটে যান তারা।
একইসাথে হামলাকারীদের শনাক্তপুর্বক যথাযথ ব্যবস্থারও হুঁশিয়ারি দেন আহবায়ক ও সদস্য সচিব। তারা জানান, হামলাকারীরা যদি কেউ দলেরও হয়ে থাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিতপুর্বক সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসময় সৈয়দ আকবর ও লিটু তাদের নগর বিএনপি’র প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে এর আগে বিকেল ৫ টায় নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাদাত হোসেন তোতার মেয়ের মৃত্যুতে তাকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান আহবায়ক ও সদস্য সচিব।
তারা জানান, দলের কর্মীদের সুবিধা-অসুবিধায় আমরা পাশে রয়েছি। তাদের সার্বিক খোজ খবর নিয়ে কোন সমস্যা থাকলে তা সমাধানে আমরা ঐক্যবদ্ধ। এছাড়া দলের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার হুশিয়ারিও দেন তারা।
Leave a Reply