অনলাইন ডেস্ক
সমাবেশস্থল থেকে ফেরার পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগদান করেন উপজেলার কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিদ্যানন্দপুর ইউনিয়ন বৌ-বাজার এলাকায় পৌছালে আ.লীগ নেতা ও সাবেক মেম্বার আলম মাতুব্বরের নেতৃত্বে কালাম মাতুব্বর, লাল চাঁন মাতুব্বরসহ ২০/২৫ জন বিএনপি’র নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপি’র কর্মীরা । হামলায় আজাহার মাতুব্বর, ইউনুস মিরা, সমীর হাওলাদার, মামুন মাতুব্বর ও সমীর মাতুব্বরসহ বেশ কয়েকজন আহত হয়। হামলায় আহতরা অভিযোগে জানান, বিগত সরকারের আমলে আ.লীগ নেতা ও সাবেক মেম্বার আলম মাতুব্বরের হুমকি ও বিভিন্ন সময় হামলার কারনে আমরা এলাকায় উঠতে পারিনি। বিএনপি করার কারনে বিভিন্ন সময় আমাদের উপর হামলা চালানো হয়। পতিত আ.লীগ সরকার পালিয়ে গেলেও আলম মাতুব্বর ও তার সহযোগী সন্ত্রাসীরা এখনো বেপরোয়া। তারা এখনো আমাদের হুমকি-ধামকি দেয়।
এরই ধারাবাহিকতায় আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। বিএনপি নেতারা আরো বলেন, স্বৈরাচার সরকারের আমলে আলম মাতুব্বরের কারনে আমরা দলীয় কার্যক্রম চালাতে পারিনি। কিন্তু আলম মেম্বারই আমাদের উপর হামলা চালিয়ে নতুন করে বিএনপি’তে যোগদানের চেস্টা চালাচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মেম্বার থাকাকালীন আলম মাতুব্বর বিভিন্ন মানুষের জমি ও জমিতে থাকা লাখ লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে। বিভিন্ন সময় থানা পুলিশকে জানালেও কোন সুরাহা পাওয়া যায়নি। জমি থেকে গাছ লুট করায় থানায় শালিস-মিমাংশা করলেও তার কোন তোয়াক্কা করেনি আলম মাতুব্বর। আগে আ.লীগ করলেও নতুন করে বিএনপিতে যোগদানের নতুন পায়তারা চালাচ্ছে আলম মাতুব্বর বলেও জানান অভিযোগকারীরা ।
এ বিষয়ে জানতে আলম মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার সংযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
Leave a Reply