নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ হযরত আবু বকর (রাঃ) জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথী নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান ফরাজী, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাকির হোসেন তালুকদার, খন্দকার ফারুক হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক মোঃ কাওছার মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথী মসজিদ নির্মাণে উদ্যোগ গ্রহণকারীদের সাধুবাদ ও নির্মাণ কাজে সর্বাত্নক পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া স্থানীয়দের এ নির্মাণ কাজে সহযোগীতার আহবান জানান।
অনুষ্ঠিত এ কর্মসুচীতে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাসার মোঃ আঃ রহিম।
Leave a Reply