নিজস্ব প্রতিবেদক
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, ‘বিদেশে ভালো কাজ ও বেতন পাওয়ার জন্যে আমাদের কর্মীদের টেকনিক্যাল ট্রেনিং নিয়ে বিদেশ যেতে হবে।’ তিনি জেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে ‘প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার।’- প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় এই মন্তব্য করেন।
গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। ঢাক-ঢোলের বাজনা, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানারসহ র্যালিটি টিটিসি চত্ত্বর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এরপর বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জব ফেয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ আগতরা। মেলার স্টল পরিদর্শন শেষে শুরু হয় আলোচনা সভা।
সভাপতির বক্তব্যে বরিশালের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘আগের তুলনায় অভিবাসীদের সেবা গ্রহণের হার বেড়েছে, নানা সেবা গ্রহণের আবেদনও বেড়েছে। তবে তা যথেষ্ট নয়। আর আমাদেরও প্রাতিষ্ঠানিক সেবার মান বাড়াতে হবে। পাশাপাশি বৈধ পথে, দক্ষ হয়ে বিদেশ যেতে হবে।’
প্রধান অতিথির পক্ষে সভায় বক্তব্য প্রদান করেন বরিশালের স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ। তিনি বলেন, ‘প্রবাসী ভাইয়েরা, মায়েরা, বোনেরা বিদেশের মাটিতে কাজ করে আমাদের রেমিট্যান্স পাঠান। কিন্তু তারা অনেক সময় সঠিক বেতন বা কাজ খুঁজে পান না। তাই দক্ষ হয়ে বিদেশ যাওয়া দরকার। পরিবার থেকে দূরে থেকে তারা অনেক টাকা পাঠিয়ে আমাদের অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের ও তাদের পরিবারের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’
আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ মোঃ গোলাম কবির, মহিলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরান আহমেদ, প্রবাসীকল্যাণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ও ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আতিকুল আলম। আলোচনা শেষে ঝুঁকিতে থাকা বিদেশ-ফেরত অভিবাসীর হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়, মৃত প্রবাসীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় বীমার চেক আর প্রবাসীর সন্তানদের দেওয়া হয় শিক্ষাবৃত্তির চেক।
আজকের সভায় জেলায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে দিবসের কার্যক্রমের সমাপনী ঘোষিত হয়। জনশক্তি ও কর্মসংস্থানের পাশাপাশি পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতা গড়তে মেলায় ব্র্যাকের স্টলে ছিল কুইজের আয়োজন। কুইজ শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোচনা সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষে বরিশালের এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল বক্তব্যে ‘বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ ও জনমানসে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্ট্রিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে জেলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে উপস্থিতিকে জানান ও সকলের প্রতি সহযোগিতার আহবান রাখেন।
Leave a Reply