নিজস্ব প্রতিবেদক
নিরপেক্ষ ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুষ্ঠু ভোটাধিকার নিশ্চিত করতে চাই বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার।
গত সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের নানা কর্মসুচী সফলভাবে সম্পন্ন করে এক সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি।
এসময় সদস্য সচিব বলেন, বিজয় দিবসের কর্মসুচীতে আপামর জনগণ আমাদের সাথে অংশগ্রহণ করেছে। এ বিজয়ের আনন্দ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাগাভাগি করতে চাই। বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বাংলাদেশে একটা স্বৈরাচারি ও বিনা ভোটের সরকার ছিল। যারা জনগণের ভোট ও গণতন্ত্রকে হরন করেছিল। বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই। নিরপেক্ষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। সেই গণতান্ত্রিক সরকারের প্রধান বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে মানুষ আজ ঐক্যবদ্ধ অবস্থানে।
মহানগর বিএনপি’র বিপরীতে বিভক্ত হয়ে কয়েকটি গ্রুপ কর্মসুচী পালন করেছে, এ প্রশ্নে সদস্য সচিব বলেন, বিএনপি একটা গণতান্ত্রিক দল। কেন্দ্র থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমাদের গৌরব সেলিমা রহমানকে নির্ধারণ করে দিয়েছেন। তিনি র্যালীর উদ্বোধন করেছেন। আমরা তাকে নিয়ে র্যালী করেছি। বিচ্ছিন্নভাবে কারা কোথায় র্যালী করলো সেটি আমাদের দেখায় বিষয় নয়।
নেতাকর্মী ও জনগণ বলছে, আন্দোলনে পাইনাই, বিএনপিতে ঠাই নাই। বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সর্বদা আন্দোলনে সক্রিয় রয়েছি। স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহীনি গুলি করেছে, পিটিয়ে কুপিয়েছে এর মধ্যেও আমরা সম্মুখে আন্দোলন করেছি।আমরা পালাইনি।
জিয়া উদ্দিন সিকদার বলেন- বাংলাদেশ জাতিয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের সংগঠন, তারেক জিয়ার সৈনিক হিসেবে মাঠে রয়েছি। সন্ত্রাসীরা ক্ষমা চেয়েছে। তারেক জিয়ার সৈনিকদের দেখে ভয় পেয়েছিল আওয়ামী লিগের সন্ত্রাসীরা। তারা জনবিমুখ হয়ে গেছে। বাংলার মাটিতে স্বৈরাচারি আওয়ামী লীগের ঠাই নেই।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনৈক্য সৃষ্টি করে লাভ নেই। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন সংগ্রামে যারা ছিলেন না , যারা পদবঞ্চিত হয়েছেন তাদের আহবান জানাবো আসুন, দলের সিদ্ধান্ত মানুন, দলের জন্য কাজ করুন। আবারও মুল্যায়িত হয়তো হবেন।
নির্বাচনকে সামনে রেখে প্রস্ততির বিষয়ে জিয়াউদ্দিন সিকদার বলেন, বিএনপি’র শক্তি জনগণ। আমাদের প্রস্ততি রাজপথে। বিএনপি একটি জনগণের দল ও গণতান্ত্রিক সংগঠন। জনগণ সব সময় আমাদের সাথে আছেন। আমারা দলের পক্ষ থেকে প্রার্থী যাকে দেয়া হবে তার জন্য ঝাঁপিয়ে পড়বো।
এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বিজয় দিবসে এদিন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা জানান বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক , সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়া মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিজয় র্যালীর উদ্বোধন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এরপর হাজার নেতাকর্মী নিয়ে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সম্মুখে র্যালী সমাপ্ত হয়। এরপর ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের সব অপচেষ্টার বিরুদ্ধে উল্লেখযোগ্য নেতাকর্মী নিয়ে প্রতিবাদী মিছিল করেন নগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
Leave a Reply