নিজস্ব প্রতিবেদক
সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র পুর্নাঙ্গ কমিটির সভাপতি মো: জিয়াউদ্দিন সিকদার। গতকাল সোমবার (২৫ নভেম্বর) সন্ধায় সমিতি’র পক্ষ থেকে ফিতা কাটার মধ্য দিয়ে সংবর্ধনায় ভুষিত হন তিনি। এসময় জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতি’র গঠিত কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা। জানা গেছে, আওয়ামী সরকার পতনের পর নেতৃত্বশুন্য হয়ে পড়ে বাস মালিক সমিতি। একইসাথে কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।
এমুহূর্তে সব মালিক সদস্যদের যৌথ অনুরোধে সমিতির দায়িত্ব নেন জিয়াউদ্দিন সিকদার। বিধি অনুযায়ী গঠন করা হয় আহবায়ক কমিটি। আর কমিটির আহবায়ক পদে মনোনীত হন তিনি। দায়িত্বপ্রাপ্তির পর থেকে দূরদর্শীতা ও দক্ষতার পরিচয় দিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন জিয়াউদ্দিন।
সব বিতর্ককে পেছনে ফেলে যাত্রী সেবা ও ব্যবসার প্রসারে তার দুরদর্শী হস্তক্ষেপে সমিতি’র উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছেন তিনি। যার ফলস্বরুপ পুর্নাঙ্গ কমিটিতে সভাপতি মনোনীত হন জিয়াউদ্দিন সিকদার। আর এতে সমিতি’র সব সদস্যরা উজ্জীবিত হয়েছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল তাকে ফিতা কাটার মধ্য দিয়ে সংবর্ধনার আয়োজন করেন সমিতি’র সদস্যরা। একইসাথে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সমিতির গঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আনোয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ আলম, দপ্তর সম্পাদক সমীর, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম বাচ্চু, , লাইন সম্পাদক আবু সালেহ জাদিদ, ইউসুফ, তানজির রহমান ফয়সাল, সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন সরদার, সালাম, মনির ফরাজি প্রমুখ।
Leave a Reply