অনলাইন ডেস্ক
বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নগ ওয়ার্ডের সাবেক কাউন্সিলের নিজস্ব অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে। একইসাথে দখল করে বিএনপি’র ইউনিট কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, ইতিপুর্বে দখল হওয়া কার্যালয়টি ছিল ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: মজিবর রহমানের। এটি তার নিজস্ব অফিস ছিল।
অভিযোগে স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর অফিসটিতে স্থানীয় রাজা, বাহাদুর, ফেরদৌস, সুজন ও হিজরা রুবেলের নেতৃত্বে ওয়ার্ড কাউন্সিল কার্যালয়টি দখল করে করা হয় ওয়ার্ড বিএনপির ইউনিট কার্যালয়।
এ বিষয়ে ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন বলেন, স্টেডিয়াম কলোনিতে সাবেক ওয়ার্ড কাউন্সিল মজিবরের অফিস দখল করে ১১নং ওয়ার্ড বিএনপির ইউনিট কার্যালয় তৈরি ঘটনাটি শুনেছি। তাদের সাথে আমাদের কোন যোগসাজশ নেই। তারা আমাদের কাছ থেকে কোন অনুমতিও নেয় নি। তাদেরকে বিএনপির কোন আন্দোলন সংগ্রামে দেখি নি। এরা কোন দিনই বিএনপিতে আশ্রয় প্রশ্রয় পাবে না।
ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রানা পাল বলেন, আমাদের জানা মতে, স্টেডিয়াম কলোনির ১৫১ নং কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে সাবেক কাউন্সিলরের একটা অফিস ছিল, তিনি ওখানে গিয়ে প্রায় সময়ই বসতেন। এদিকে এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বিষয়ে সাবেক কাউন্সিলর মো: মজিবর রহমান জানান, কার্যালয়টি আমার নিজস্ব। ভাড়া দিতে হতো। কিন্ত ৫ আগস্টের পর অভিযুক্তরা এখানে বিএনপির অফিস বানিয়েছে এটি অন্যায়। আমার নিজস্ব অফিস দখলমুক্ত চাই। এ বিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply