নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারের (সাবেক) সফল শিক্ষা প্রতিমন্ত্রী, গণমানুষের নেতা মরহুম অধ্যক্ষ মোঃ ইউনুস খানের ৩০তম মৃত্যুবার্ষিকী মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের কাকরধা হেলাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে, উক্ত অনুষ্ঠান হেলাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর দারাচ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা বিএনপি’ ( দঃ আহবায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান খান, প্রধান বক্তা জাহিদুর রহমান খান রিগান ( স্কোয়াড্রন লিডার বাংলাদেশ বিমান বাহিনী), আরো বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির জমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিয়াউল হাসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু সাবেক চেয়ারম্যান চরামদ্দি ইউনিয়ন পরিষদ, কামরুজ্জামান মিজান মিয়া সাবেক চেয়ারম্যান ৩ নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদ, পৌর বিএনপি’র সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু,গারুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন খান, কাইয়ুম খান ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, মীর মনিরুজ্জামান সাধারণ সম্পাদক ৬ নং ফরিদপুর ইউনিয়ন বিএনপি, আরিফুর রহমান খান জীয়ন বাকেরগঞ্জ উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক( সাবেক), মাসুম বিল্লাহ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, গোলাম মোস্তফা সিকদার ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি, এইচ এম জামাল, মোজাম্মেল শিকদার, কাওসারুল ইসলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
Leave a Reply