নিজস্ব প্রতিবেদক
বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগনের ভোটের অধিকার পুণ:প্রতিষ্ঠা করতে চাই বলেছেন বরিশাল মহানগর বিএনপি’র পুর্নাঙ্গ আহবায়ক কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে বিএনপি’র কেন্দ্র ঘোষিত ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) নগরীর অশ্বীনি কুমার টাউন হল সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, দলের হাইকমান্ড থেকে জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসেবে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রী মেডিকেল ক্যাম্প যথাযথভাবে পালন করেছি। ইতবাচক ও মানবিক এই কর্মসূচির মাধ্যমে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলার মানুষের অন্তরে বিরাজ করছে সেটি জানান দিচ্ছে। স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার এটি মুছে ফেলতে নানা অপচেষ্টা চালিয়েছে। কিন্ত বাংলার মানুষ সেটি নস্যাৎ করেছে।
তিনি আরও বলেন, জনগণ, পুরো জাতি ও অন্তর্বতী সরকারের কাছে একটাই বার্তা পৌছাতে চাই, দেশে গণতন্ত্র ছিলনা। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রাস্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে জগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। যার সাথে জনতা আছে। সুষ্ঠু ভোট বিপ্লবে এটি প্রমাণিত হবে। আমরা চাই, জনগণ ও জাতি চায় গণতান্ত্রিক পরিবেশে নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব এই পদ্ধতি বাস্তবায়ন চাই।
জিয়াউদ্দিন সিকদার আরও বলেন, রাস্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছি। তার সব নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো।
এদিকে নগর বিএনপি’র আয়োজনে ৩ শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আওতায় এসেছে। এর মধ্যে অসহায় মানুষদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয় ও বিণামুল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়া অন্যান্য জটিল রোগেরও চিকিৎসা দেয়া হয়েছে এ কর্মসূচিতে।
Leave a Reply