বরিশালে জোরপূর্বক ব্যবসায়ীর দোকান দখলের ঘটনায় থানায় অভিযোগ
অনলাইন ডেস্ক
বরিশালে জোরপূর্বক এক ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল সাড়ে ৮ টার সময় নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নুরে আলম। তিনি ২৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুন্দর আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- রুপাতলী এলাকার মিরাজ খান, রাজ্জাক ও কালাম হোসেনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন।
লিখিত অভিযোগে নুরে আলম জানান, আমি দীর্ঘ ১০ বছর যাবত রুপাতলীর পটুয়াখালী সড়কের পার্শ্বে বাশও খুটি দিয়ে ফলের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছি। আমি গতকাল সকালে দোকানে গেলে অভিযুক্তরা দোকান থেকে চলে যাওয়ার কথা বলে। একইসাথে আমার দোকানের যায়গা দখল করে সব মালামাল ফেলে দেয়। আমি বাধা দিলে আমাকে ও আমার ছেলেকে মারধর করে।
নুরে আলম আরও জানান, মারধরের একপর্যায়ে তারা নিজেদের বিএনপি নেতা জিয়া ভাইয়ের লোক বলে পরিচয় দেয়। তারা বলেন, আমরা জিয়া ভাইয়ের লোক। পারলে কিছু করে দেখা। এছাড়া আমি পুনরায় দোকানের সামনে গেলে আমি ও আমার ছেলে প্রাণনাশেরও হুমকি প্রদান করেন তারা। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এদিকে নুরে আলমের স্ত্রী জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে ফলের দোকানের ব্যবসা করে আসছিল। হঠাৎ করে গতকাল আমাদের দোকান ভেঙে দেয় অভিযুক্তরা। তারা জিয়া ভাইয়ের নাম বললে, আমি তার কাছে যাই। কিন্ত তিনি জানান, আমি এসবের কিছুই জানিনা। ক্ষুদ্র এই দোকান দিয়ে আমাদের সংসার চলে। আমরা এর বিচার চাই। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান, অভিযোগ প্রাপ্তির পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply