কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি // কলাপাড়ায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় দীর্ঘ ১৭ বছর পর টিয়াখালী ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে রজপাড়া সিক্সলেন এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক ও সাধারন সম্পাদক নান্নু মুন্সী সহ অংগসংগঠনের নেতাকর্মীরা। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় হাজারো নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন অংগসংগঠনের ব্যানারেও পৃথক পৃথক মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। এসময় হাজার হাজার নেতাকর্মীর শহীদ ওমর হোক, খালেদা জিয়া, তারেক রহমান জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয় ওই এলাকা।
বক্তারা পটুয়াখালী-৪ আসনের কান্ডারী এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে বিএনপির নেতাকর্মীদের ঐকবদ্ধ্য থাকার আহ্বান জানান। এছাড়া সবার প্রতি সহনশীল আচরন সহ সকল অরজকতাকেও রুখে দেয়ার আহ্বান জানান।
Leave a Reply