খবর বিজ্ঞপ্তি
বরিশালে শ্রমিক ইউনিয়নকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ককে অবগত করে চিঠি দেয়া হয়েছে। একই সাথে ঐ অনুলিপি বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক , পুলিশ সুপারসহ সংশ্লিস্ট সব মহলে প্রেরণ করা হয়েছে।
বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- খুলনা ১৩৬২) রূপাতলী কমিটির নবগঠিত সদস্য সচিব মোঃ কালাম চৌধুরী স্বাক্ষরিত চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত ৩১ আগস্ট বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক-কে চিঠি দেন এই সদস্য সচিব।
চিঠিতে তিনি লিখেন, গত ২৮/০৮/২০২৪খ্রি. তারিখে বরিশালের দৈনিক আজকের বার্তা পত্রিকায় বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- খুলনা ১৩৬২) ও ইউনিয়নের নবগঠিত আহবায়ক ও সদস্য সচিব সম্পর্কে মিথ্যা উদ্দেশ্যমূলক ও সম্মানহানিকর একটি সংবাদ প্রকশিত হয়েছে। সংবাদটি প্রকাশ করেছেন বরিশাল-পটুয়াখালী বাস, মিনিবাস মালিক সমিতির একজন সদস্য দোলন হোসেন প্যাদা।
সংবাদটিতে ইউনিয়নের নবগঠিত আহবায়ক সেলিম সরদার ও সদস্য সচিব আবুল কালাম চৌধুরী সম্পর্কে চাঁদাবাজির একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত গল্প প্রকাশ করা হয়েছে। যা আমাদের শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের জন্য অত্যন্ত লজ্জাকর। খবরটি প্রকাশিত হওয়ার পরে গত ৩০/০৮/২০২৪ তারিখ রূপাতলী বাস টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় সকল শ্রমিকদের এই মিথ্যা সংবাদের প্রতিবাদ আন্দোলনের মুখে জরুরী ভিত্তিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংবাদটি নিয়ে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সকল বাস শ্রমিকরা এই মর্মে সিদ্ধান্ত গ্রহন করে যে, যেহেতু দোলন প্যাদা একজন বাস মালিক। সেহেতু বরিশাল-পটুয়াখালী বাস, মিনিবাস মালিক সমিতি আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ০২/০৯/২০২৪ তারিখের মধ্যে “দৈনিক আজকের বার্তা” পত্রিকায় প্রকাশিত সংবাদটির সত্যতা প্রমাণ করতে হবে ও কেন শ্রমিক ইউনিয়ন সম্পর্কে মিথ্যা সংবাদ প্রকাশ করা হল তা জবাবদিহিতার মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৩৬২) এর সকল বাস শ্রমিকরা অনির্দিস্ট কালের জন্য রূপাতলী বাস টার্মিনালের সকল প্রকার কর্ম হতে বিরত থাকবো।
সদস্য সচিব আরও বলেন, আপনারা জানেন দীর্ঘদিন যাবত বহিরাগত অপেশাদার লুটেরাবাহীনি কর্তৃক এই শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রিত থাকায় প্রকৃত পেশাদার শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত ও অবহেলিত ছিল। গত ০৫ই আগষ্ট দেশের আপামর সকল শ্রেনীপেশার জনগণের একক প্রতিবাদের মুখে স্বৈরাচারি সরকার পতনের মধ্যে দিয়ে দেশ এক নতুন দিগন্ত লাভ করে। সেই সাথে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৩৬২) এর বহিরাগত অপেশাদার লুটেরাবাহীনিও রাতের আধারে পালিয়ে যায়।
সকল শ্রমিকরা দীর্ঘদিন পর শান্তির সুবাতাস লাভ করে। পেশাদার শ্রমিকদের দীর্ঘদিনের দাবী ছিল “অপেশাদার শ্রমিক নেতৃত্ব “অপসারণ এবং “পেশাদার শ্রমিক নেতৃত্ব” গঠন। তাই পেশাদার শ্রমিক নেতৃত্বকে প্রাধান্য দিয়ে সকল শ্রমিকের মতামতের ভিত্তিতে সেলিম সরদারকে আহবায়ক ও আবুল কালাম চৌধুরীকে সদস্য সচিব নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যা যুগ্ম শ্রম পরিচালক, রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (খুলনা ও বরিশাল বিভাগ) এর নিকট অবগত করা হয়। বর্তমানে এই আহবায়ক কমিটির নেতৃত্বে রূপাতলী বাস টার্মিনাল সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।
এমতবস্থায় শ্রমিক ইউনিয়নের নামে এমন গুজব ছড়ানো মিথ্যা সংবাদকে আমি ঘৃনাকরি ও এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাই। বিষয়টি অত্যান্ত গুরুত্বসহকারে আমলে নিয়ে দ্রুত সমাধানের জন্য বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ককে সমাধানের জন্য আবেদন জানান তিনি।
Leave a Reply