নিজস্ব প্রতিবেদক // বরিশাল মুলাদীতে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন খান এর ছেলে সাংবাদিক এনায়েত হোসেন খান রিমন এর মুলাদী উপজেলা পরিষদের পিছনে থানা গেট সংলগ্ন বাড়িতে । ৬ আগস্ট মঙ্গলবার দুপুর ১২ টার দিকে হামলা চালিয়ে স্টিলের আলমারিতে থাকা নগদ ১৫ লাখ টাকা ৯ ভরী স্বর্ণালংকার সহ বাড়ির যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায় পৌরসভার জাতীয়পার্টির আহবায়ক কবির খানের ভাই কালাম খান এনায়েত খানের স্ত্রীর মিলি আক্তার জানান, সন্ত্রাসী কালাম খান,আল আমিন খান,সালাম খান জাকির খান সোলাইমান খান,সহ ২৫/৩০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে লুট করে নিয়ে যায় রিমনের বড় বোন কেও মারধর করে বাড়ি থেকে বের করে দেয় হামলা কারীরা বাড়ির কারেন্টের সকল লাইন বন্ধ করে মিটার কেটে দেয়। এসময়ে মুলাদী থানার ইনচার্জ জাকারিয়া কে ফোন করলে সে বলে এই মূহুর্তে আমাদের কিছু করার নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলে কথা শোনার পরে কিছু বলে নাই ৯৯৯ কল করলে মুলাদী থানাকে অবগত করার জন্য বলে। এ বিষয়ে এনায়েত হোসেন খান জানান আমি কোনো রাজনীতির সাথে বর্তমান জড়িত নয় পূর্ব শত্রুতার জেরে আমাকে বিগত ৫ বছর যাবত বিভিন্ন সময় আমার বাড়ি দখল করার হুমকি দিয়ে আসছে এ বিষয়ে বরিশাল মহানগর জেলা দায়রা জজ আদলতে এক বছর আগে একটি মামলাও করা আছে। ওই মামলায় অভিযুক্তরা আদালতে হাজির হয়ে রিমনের পরিবারকে হুমকি ধামকি না করার জবানবন্দিও দেন। কিছু দিন পর আবারও রিমনকে ঘড় বাড়ি দখল করার হুমকি দেয় কালাম খান।
Leave a Reply