নিজস্ব প্রতিবেদক
নির্ভয়ে কেন্দ্রে যাবেন, সাহস রাখবেন । আমার কোন কর্মীকে রাস্তায় ফেলে রেখে আমি যাব না। যা হবে আমি আমার কর্মীদের সাথে আছি বলেছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব।
গতকাল উপজেলার মাধবপাশা ইউনিয়নে ভোটারদের উদ্দেশ্য করে প্রতিবেদকের সাথে এসব কথা বলেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী ফারজানা বলেন, নির্বাচনের শুরু থেকেই আমার প্রতিদ্বন্ধী প্রার্থী ও তার সমর্থকরা আমার কর্মীদের অব্যাহত হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এতে আমরা ভীতসন্ত্রস্ত্র নই। তবে আমার প্রচারণায় কর্মীরা চরম প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। আমরা চাই নির্বাচনী সুষ্ঠু পরিবেশ।
আইন-শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিস্ট নির্বাচন অফিসে বিষয়টি অবহিত করেছি। তারাও ব্যবস্থা নিচ্ছেন। তবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট সকলের আরও নজরদারি বৃদ্ধির আবেদন জানান।
ফারজানা বলেন, নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। আমি জনগণের ভালবাসায় বিজয়ী হব, ইনশাল্লাহ। নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নই থাকবে আমার প্রদান লক্ষ্য।
উল্লেখ্য, ফারজানা বিনতে ওহাব বাবুগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা বেইস কমান্ডার আব্দুল ওহাব খানের সুযোগ্য কন্যা। দুইবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ১ বার জেলা পরিষদের সদস্য হিসেবে উন্নয়নমূলক কর্মকান্ড করে তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এছাড়া ফারজানা ২০০৯ সালে প্রথম মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
Leave a Reply