স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার কলাপাড়া থানাদিন চম্পা পুর গ্রামে ৯ নং ওয়ার্ড এ পূর্ব শত্রুতার জের ধরে এক জেলেকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা।
বুধবার (৮ মে ) বেলা ১১ টায় মোল্লা বাড়ির সামনের রাস্তার উপরে এ হামলার ঘটনা ঘটে।আহতের নাম রাকিব মোল্লা তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মিজান মোল্লার ছেলে।আহত রাকিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাকিব জানান বেশ কয়েক বছর যাবত তার চাচতো চাচা বারেক মোল্লার সাথে বাহাদুর মোল্লাগংদের জমি জমা বিরোধের শত্রুতা চলে আসছিল ঘটনার দিন বারেক মোল্লা তার নিজ জমির উপর কয়েকটি কলাগাছ রোপন করে ছিল তাতে বেড়া দিতে গেলে বাহাদুর মোল্লা তাতে বাধা দেয় এ নিয়ে উভয়ের ভিতর বাক বিতর্কিত সৃষ্টি হলে ক্ষিপ্তহয়ে হত্যার উদ্দেশ্য অলিম মোল্লা, রাজীব মোল্লা, কলিম মোল্লা, হাসান মোল্লা, বাহাদুর মোল্লা, হাফেজ মোল্লা, রহমান মোল্লা, লাদেন মোল্লা, খোকন মোল্লা, হেলাল মোল্লা, জাখার মোল্লা ও বাহাদুর গাজী সহ ২/৩ জন মিলে রড, মাঠাম, দেশীয় অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করে। ওই ওয়ার্ডএর কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply