নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ব-বিদ্যালয়ে ২০১৮ সালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বহিষ্কার হয় মইদুর রহমান বাকী নামের এক সাবেক ছাত্র। অথচ আইনের কোন তোয়াক্কা না করে সেই বাকী বিভিন্ন ভাবে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের হয়রানি করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে বাকীকে বিভিন্ন ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে অপকর্মে সহযোগীতা করে যাচ্ছে অত্র প্রতিষ্ঠানের এক প্রক্টর। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ বাকী তাদের বিরুদ্ধে ভুয়া ভিত্তিহীন মামলা দায়ের এবং বিভিন্ন সময় মারধরসহ নির্যাতন করে। সম্প্রতি এমন এক নেক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ববি ক্যাম্পাস। আশ্রয় দেয়া প্রক্টর মো: কাইয়ুমকে প্রত্যাহার ও বাকীকে ববি ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করাসহ ৩দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। এরআগে বাকীকে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অব জাহিদ ফারুক শামীমসহ ববি প্রশাসনস। এর পরেও প্রক্টর ড. মো: কাইয়ুমের প্রকাশ্য মদদে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে চাঁদাবাজ ও মাদক সেবী বাকী। প্রক্টরকে তার পদ থেকে বহিষ্কার ও বাকীর শাস্তি নিশ্চিত করার বিষয় আশ্বাস দিয়েছে ববি প্রশাসন। তবে বাকীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো: আলী আশ্রাফ ভূইয়া বিপিএম বার বলেন,, ববি শিক্ষার্থীদের আন্দোলনের খবর শুনে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করেছি এবং আমরাও ছুটে এসেছি। লিখিত অভিযোগ পেলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বাকীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply