নিজস্ব প্রতিবেদক
বরিশালে আল মাদরাসাতুল হাসানাহ’র এক দশক পূর্তি অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ডিসেম্বর এ উপলক্ষ্যে মাদ্রাসা মিলনায়তনে ১৪ জন শিক্ষার্থীকে হিফজুল কুরআন সম্মাননা প্রদান করা হয়। একই সাথে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। মাদরাসাটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হালিম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ কে এম মিজানুর রহমান তসলিম, রুপাতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন, হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা, বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার মসজিদের খতিব মাওলানা হামীম প্রমুখ।
এদিকে মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল আলিমের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রাখেন নিউনেস ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ।
আরও বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা সাইদুর রহমান জামিল, মাওলানা মারুফ বিল্লাহ ও সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
Leave a Reply