নিজস্ব প্রতিবেদক // রাজনৈতিক মাঠে প্রতিপক্ষ কে ঘায়েল করার লক্ষ্যে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো যেনো এক পূর্ব ইতিহাস। এর ধারাবাহিকতা এখনও যেনো অব্যাহত, এমনটাই চলছে মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাড়ীর বিরুদ্ধে। সূত্রে জানা যায় যে, ১২ নং দরিচর খাজুরিয়া ইউনিয়নের ৩ নং ও ৯ নং ওয়ার্ড ব্যাতিত সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সকল সংরক্ষিত আসনের মহিলা মেম্বার গণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর চেয়ারম্যান মোঃ মোস্তফা রাড়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন যে, মোঃ মোস্তফা রাড়ী মাদক সেবন করেন, ইউপি সদস্য দের সাথে খারাপ আচরণ করেন, কোন ধরনের তথ্য প্রদান করেন না। তবে অভিযোগের ভিত্তিতে তথ্য নিয়ে জানা যায় যে, উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট, যার কোন সত্যতা পাওয়া যায় নি। সরেজমিনে গিয়ে জানা যায় যে, অভিযোগের সাথে এলাকায় প্রামাণ্যচিত্রের কোন মিল পাওয়া যায় নি, এলাকার মুরুব্বীদের সাথে আলাপকালে জানা যায় যে, মোস্তফা রাড়ীর মতো চেয়ারম্যান খুব কম এলাকায় আছেন, আমাদের ইউনিয়নে তেমন কোন মাদকের আখড়া নেই বললেই চলে, কিছু বখাটে ছেলেরা যতোটুকু মাদক সেবনের প্রচেষ্টা করে, চেয়ারম্যান মোঃ মোস্তফা রাড়ী সেখানে গিয়ে বাধা হয়ে দাঁড়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, গ্রামে কেউ যেনো নেশা না করতে পারে, তার জন্য আমাগো চেয়ারম্যান সবাইরে বলে দিছে। তাছাড়া কাউরে যদি দেখে নেশা করতে, তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়, পুলিশে দেয় তারে। এছাড়াও আরো বলেন যে, চেয়ারম্যান সবার সাথে ভালো ব্যবহার করেন, আমরা যখনই পরিষদে যাই, আমাগো খোজ খবর নেয়, চা খাওয়ায়, সব বিষয়ে খোঁজ খবর নেয়। জেলে কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন আমাদের চেয়ারম্যান। এ ব্যাপারে অভিযোগ কারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, মুঠোফোনে পরিচয় দিলে ফোন কেটে দেয়, পরিচয় দিয়ে বার্তা দিলে কোন উত্তর পাওয়া যায়। তবে অভিযুক্ত চেয়ারম্যান মোঃ মোস্তফা রাড়ী সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে একটা কুচক্রী মহল আমার পেছনে দীর্ঘদিন পর্যন্ত ষড়যন্ত্র করছে, আমাকে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আইননুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো আমি। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply