1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে নেতাকর্মীদের ঢল কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- রহমাতুল্লাহ রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র শুভেচ্ছায় সিক্ত জিয়াউদ্দিন সিকদার সৈয়দ আকবরসহ ক্ষতিগ্রস্ত নেতাদের পাশে বরিশাল নগর বিএনপি ! বরিশালে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ দেশের সার্বভৌমত্ব ধ্বংস করেছে আওয়ামী লীগ – আবু নাসের মো: রহমাতুল্লাহ হাট সুপার শপের গ্র‍্যান্ড র‍্যাফেল ড্র ২০২৪ অনুষ্ঠিত দেশের গণতন্ত্রকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবু নাসের রহমাতুল্লার সভাপতি জিয়াকে নিয়ে ভিত্তিহীন বক্তব্য, বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র নিন্দা

চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বরিশাল বিভাগীয় জেলা শাখার আয়োজনে বরিশাল সরকারী কলেজের মহাত্মা অশ্বিনী কুমার দত্ত অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা , শোক র্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংগঠনটির বরিশাল জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্বা সন্তান মোঃ এনামুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আহসান হাবিবকে প্রধান অতিথী করা হয়। এসময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সরকারী বরিশাল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মোশারেফ হোসেন।

তিনি বলেন, সংগঠনে প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ অবস্থানে থেকে যৌক্তিক দাবীগুলো উপস্থাপন ও সেনুযায়ী আদায়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। স্ব স্ব অবস্থান থেকে প্রত্যেককেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কর্মস্থল যেখানেই হোক সকলেরই সেবার মানসিকতা থাকতে হবে। এসময় তিনি বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের রুহের মাঘফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা মোঃ জামাল হোসেন সিকদার। এছড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির বরিশাল বিভাগীয় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্বাস হোসেন, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটু , যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নাঈম, মোঃ সোবহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ জাকির, অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন মোল্লা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা, বিউটি আক্তার, পারভীন আক্তার, সংগঠনটির উপদেষ্টা মোঃ সরোয়ার হোসেন, মোঃ বেলাল আকন, মোঃ মুজিবর রহমান প্রমুখ। এসময় বক্তারা বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে সংগঠনের প্রতি তার অক্লান্ত পরিশ্রম, কর্মচারীদের সুবিধা-অসুবিধায় নেয়া নানাবিধ সঠিক পদক্ষেপ ও তার ইতিবাচক সব গুনাবলী উল্লেখ করে তাকে শ্রদ্ধার সাথে স্বরণ করেন। পাশাপাশি তার রুহের মাঘফেরাত কামনা করেন। একইসাথে যৌক্তিক দাবী ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

এদিকে সভা শেষে একটি শোক র্যালী অনুষ্ঠিত হয় । র্যালীটি কলেজের প্রধান ফটক থেকে শুরু করে সম্মুখ সড়ক প্রদক্ষিণ করে । শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক পাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ জাকির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ