নিজস্ব প্রতিবেদক // বিনা অনুমতিতে অন্যের জমি দখল এবং রাস্তার পাশে লাগানো প্রায় শতাধিক গাছ কেটে নিজের ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে হুমায়ূন কবির নামের এক চিহ্নিত ভূমিদস্যু। ফলজ,বনজ এবং ঔষধীসহ প্রায় শতাধিক গাছ কাটা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে বরিশাল সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের গ্যাস্টারবাইন এলাকায়। ঘটনার সুষ্ঠু সুরাহা পেতে ইতোমধ্যে কোতোয়ালি মডেল থানায় গত ২৭শে আগস্ট একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত্যু আকরাম আলীর ছেলে ভুক্তভোগী মো: জালাল আহম্মেদ। অভিযোগ সূত্রে জানা গেছে রুপাতলী মৌজার জে,এল নং-৫৬ এস,এ খতিয়ান নং- ২২৬৮ এস,এ দাগ নং-৬০৬১,৬০৬৩,৬০৬৫ এবং ৬০৬৭ মোট জমির পরিমাণ ১একর ৬৫শতাংশ পৈত্রিক সূত্রে মালিক ভুক্তভোগী মো: জালাল আহম্মেদ। তবে নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে টাকা আর ক্ষমতার জোরে অন্যের জমিতে দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে হুমায়ূন কবির। শুধু তাই নয় অভিযোগ রয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মাদকসেবিদের নিয়ে হুমায়ুন কবির গঠন করেছে একটি সন্ত্রাসী বাহিনী। এ বিষয় ভুক্তভুগী মো: জালাল আহম্মেদ অভিযোগ করে বলেন,,,জমির কাগজপত্র ও মালিকানা থাকা সত্ত্বেও আমার কোন অনুমতি না নিয়ে সেখানে দীর্ঘদিন যাবত বড় জাহাজ, শীপ ও কার্গো দিয়ে পণ্য খালাস করে যাচ্ছে দখলবাজ হুমায়ূন কবির। এখানে সরকারি কোন ঘাট নাই অথবা নৌযান নোঙ্গর করার কোন অনুমতিও নাই তার পরেও জাহাজ ভেরানোর কারণে জমির সিংহভাগ অংশ নদীতে বিলীন হয়ে গেছে। গত ১৪ ই আগস্ট সকাল ১১টায় আমার প্রতিবেশী মো: নুরুল ইসলাম তালুকদারকে সাথে নিয়ে দখলদার হুমায়ূনকে আমার জমিতে জাহাজ নোঙ্গর করতে বাঁধা প্রদান করেছি। কিন্তুু তিনি আমার কথায় কোন কর্নপাত না করে তার পালিত ক্যাডার বাহিনী নিয়ে উল্টো আমাকে হুমকি প্রদান করে যাচ্ছে। গাছকাটাসহ সব মিলিয়ে আমার প্রায় ২০লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে ভূমিদস্যু হুমায়ূন কবির। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয় ঘটনার সাক্ষী মোঃ নুরুল ইসলাম তালুকদার বলেন,,,,গ্যাস্টারবাইন এলাকায় হুমায়ুন কবির ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বাড়ি বরিশালের বাহিরে হওয়ার পরেও অবৈধ টাকার বিনিময়ে স্থানীয় একটি চক্রকে সাথে নিয়ে নিরীহ বাসিন্দাদের প্রতিনিয়ত হয়রানি এবং নির্যাতন করে যাচ্ছে। আমরা তার নির্যাতন থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয় তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এএসআই মো: শহিদুল ইসলাম বলেন,,অভিযোগ হাতে পেয়েছি সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply