নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি ব্রিজ সংলগ্ন মাটির সাজ রেস্টুরেন্টের উত্তর পাশের সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখলের পায়তারা চালাচ্ছে স্থানীয় ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন তালতলী ব্রিজের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন খালের পাশে প্রায় পাঁচ শতাংশ জমি বেরিকেড দিয়ে বালু ফেলে ভরাট করে দখলের পায়তারা চালাচ্ছে। স্থানীয় সচেতন অনেকের তার এই খালটা খোলের বিষয়টি খুবই অন্যায় বলে মনে করছেন। বর্তমানে জলাবদ্ধতা নিরসনে খাল বিলের ভূমিকা অপরিসীম। তাই খাল ভরাট করা খুবই অন্যায় কাজ।
ঐতিহ্যবাহী এ খালটি তালতলী হয়ে শায়েস্তাবাদ পর্যন্ত বিস্তৃত। খাল ভরাটের বিষয়ে দেলোয়ার হোসেন বলেন,আমি টয়লেট এর রিন, স্লাবের ব্যবসা করি, খালের পাশেই আমার সরকারি খাশ জমি বন্দোবস্ত নেয়া আছে প্রায় ২০ শতাংশ। সেই সুবাদে আমার জমির এপারেই এই জায়গাটুকু ভরাট করে আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব এতে দোষের কি আছে। খালের পারতো খালিই পরে আছে।
এ বিষয়ে বরিশালের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সরকারি খাল দখল করা এবং ভরাট করা খুবই অন্যায়, আমি ঘটনাস্থলে লোক পাঠিয়েছি দ্রুত দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply