নিজস্ব প্রতিবেদক // ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে মো. সজিব (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সজিব ওই গ্রামের মো. হারিস ছেলে।
মৃতের পরিবার সূত্র জানা গেছে, আগামী ১৮ আগস্ট তাঁর ওমান যাওয়ার ফ্লাইট ছিল। আজ সকালে নিজ ঘরে একটি বৈদ্যুতিক বাতির লাইনে সমস্যা হয়।পরে তিনি তা ঠিক করতে যান। এ সময় বিদ্যুতের তার কাটতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন সজিব। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply