প্রাথমিক জিঙ্গাসা বাদে তারা অটোরিক্সা ও মটর সাইকেল চুরি করতে আসছে বলে জানায়। আটককৃতরা হলো ১। মোঃ বাইজিদ হাওলাদার (২৫), পিতা-মোঃ হাবিবুর রহমান হাওলাদর, মাতা-বিউটি বেগম, সাং- সবুজ নগর(ঘটিচোরা), ৮ নং ওয়ার্ড, মঠবাড়িয়া পৌরসভা, থানা-মঠবাড়িয়া, জেলাঃ পিরোজপুর, ২।
মোঃ রাসেল (৩২), পিতা-মোঃ জামাল আকন, মাতা- রিজিয়া বেগম,সাং-কুমারখালী, ০২ নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা-পিরোজপুর সদর থানা, জেলা-পিরোজপুর, ৩।
মোঃ সুমন আকন (২৬), পিতা-মোঃ ফারুক আকন, মাতা-মাহিনুর বেগম, সাং- সবুজ নগর (বকশির ঘটিচোরা), ০৭ নং ওয়ার্ড, ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর।
বামনা থানার অফিসার ইন চার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন আটক কৃত চোরেরা ক্জিজ্ঞাসাবাদে জানায় , তাহারা বামনা থানা এলাকা সহ, মঠবাড়িয়া থানা এলাকায় অটোরিক্সা ও মোটর সাইকেল চুরির সাথে দীর্ঘদিন জড়িত। তাহাদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রহিয়াছে।পরবর্তীতে ধৃত চোরদের বিধি মোতাবেক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply