নিজস্ব প্রতিবেদক // বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মিয়া ওরফে (খালেক পত্তন্দার)এর দ্বিতীয় মৃত্যূবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাহমুদপুর ইউনিয়নের নিজ বাড়িতে ৭ই আগষ্ট রোজ সোমবার বাদ যোহর স্মরণ সভা,দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
প্রায় ৩০০ শত মানুষের অংশ গ্রহণে তার একমাত্র পুত্র পুলিশ সার্জেন্ট মো: রানা পত্তনদার এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আগত অতিথিরা। মো: রানা পত্তনদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কৃষক লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম করম আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষকলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক মোল্লা, সাবেক ইউ’পি সদস্য বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।
দোয়া অনুষ্ঠানে আগত অতিথিরা মরহুমের স্মৃতিচারণা করে তাদের বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পত্তনদার একজন ভালো মানুষ ছিলেন। আমরা ১৯৭১ সালে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করার পরেও আমৃত্যু তিনি মানুষের কল্যানে কাজ করেছেন। কৃষি বিভাগে চাকুরী করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে ব্যাপক ভূমিকা পালন করে গেছেন। শুধু তাই নয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শারীরিক এবং মানসিক পরিশ্রমের পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করেছেন। এলাকায় তিনি একজন সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পত্তনদারের ছেলে পুলিশ সার্জেন্ট মোঃ রানা মিয়া পিতার স্মরণে আগত মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মসজিদ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন। খালেক পত্তনদারের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মোনাজাত পরিচালনা করেন মওলানা মো: মোবারক আলী বেপারী।
Leave a Reply