প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৩, ৩:৩৫ এ.এম
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার একজন। সুজন মোল্যা (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন লোহাগড়া থানাধীন বাগডাঙ্গা সারোল গ্রামের মোঃ রবিউল ইসলাম মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১আগস্ট) বিকালে লোহাগড়া থানার বাগডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার নির্দেশনায় ইয়াবামুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
Copyright © 2025 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.