নিজস্ব প্রতিবেদক // সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির আন্দোলনে হামলা, গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশ ও সরকারি দল এক সঙ্গে রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আন্দোলন দমনের অজুহাতে পরিকল্পিতভাবে বাসে আগুন দেওয়া হয়েছে। সরকারি দলের আগুন নিয়ে খেলার অপকৌশল জনগণ এবার ধরে ফেলেছে।
দেশের মানুষ এবার পরিবর্তনের যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছে তার বাস্তবায়ন না করে ঘরে ফিরে যাবেনা। চলমান আন্দোলনকে গণঅভ্যুখানে পরিণত করতে জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।
গণসংহতি আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের জেলা সমম্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা দেন ভাসানী অনুসারী পরিষদের আব্দুল মান্নান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসসিড) বিজয় কৃঞ্চ বড়াল, ছাত্র ফেডারেশনের মোহাম্মদ জাবের প্রমুখ।
Leave a Reply