নিজস্ব প্রতিবেদক // ভোলার সাগর মোহনায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা পাঁচ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ তিনজন।
মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের পূর্ব পাশে সাগর মোহনায় এ ঘটনা ঘটেছে।স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা বরিশালটাইমসকে বলেন, সোহাগ মাঝির নেতৃত্বে আট জেলে সকাল থেকে ঢালচরের পূর্ব পাশের সাগর মোহনায় মাছ শিকার করছিলেন
। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। জেলেদের চিৎকারে পার্শ্ববর্তী অন্য ট্রলারের জেলেরা পাঁচজনকে জীবিত উদ্ধার করেন।এখনো নিখোঁজ আছেন তিন জেলে। প্রাথমিক পর্যায়ে নিখোঁজ জেলেদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, খবর পেয়ে আমাদের কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালানো হবে।
Leave a Reply