নিজস্ব প্রতিবেদক // সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের আক্রমণে আহত একটি গরু উদ্ধার করে জবাই করে ভাগ বাটোয়ারা করে নিয়েছে উদ্ধাকারীরা।শনিবার (২২ জুলাই) বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সুন্দরবন ইউনিয়নের গোড়া বুড়বুড়িয়া এলাকায় খালের পাড়ের লোকালয়ে এ ঘটনা ঘটে।
গরুর মালিক সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া গ্রামের আকবার তালুকদারের ছেলে ফারুক তালুকদারের স্ত্রী বলেন, উদ্ধারকারীরা গরুটিকে উদ্ধার করে নিয়ে এসে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। তারা তিন ভাগের ১ ভাগ (প্রায় ১৫ কেজি) আমাদের দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. কাওছার হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি, বিকাল ৩টার দিকে গোড়াবুরবুড়িয়া এলাকায় নদীর তীরে বাঘে গরুটিকে আক্রমণ করলে স্থানীরা ছাড়িয়ে আনে।
তখন গরুটি জীবিত ছিলো। পরে গরুটিকে জবাই করে যারা উদ্ধার করেছে তারা কিছু মাংস নিয়ে গেছে। গরুটির ৪৫ কেজির মতো মাংস হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের কাটাখালি টহলফারির ইনচার্জ অনিমেষ সরকার বলেন, হঠাৎ করেই একটা বাঘ গরুটাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বাঘটি গরুটাকে ছেড়ে পালিয়ে যায়। খরমা খালটি ছোট হওয়ায় মাঝে মাঝে বাঘের আনাগোনা ও আক্রমণের ঘটনা ঘটে।
Leave a Reply