নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কাছেমাবাদ এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বৃদ্ধকে চাপা দেয় শ্যামলী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রোকেয়া বেগম কাছেমাবাদ গ্রামের আলতাফ ফকিরের স্ত্রী।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বরিশালটাইমসকে জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস এক বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছে পুলিশ।
Leave a Reply