নিজস্ব প্রতিবেদক // বরগুনার তালতলীতে মামলা না তোলার কারণে ধর্ষিতার দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য এনায়েত প্যাদার বিরুদ্ধে। পরে আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা। রোববার রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এক্স-র রিপোর্টে তার দুই পা ভেঙে যাওয়ার বিষয়টি দেখা চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। আহত নারী বলেন, গণধর্ষণ মামলা উঠানোর জন্য বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে এনায়েত মেম্বারসহ তার লোকজন। আমি মামলা না উঠালে তিনি আমার ওপর হামলা করেন। আমার দুইটি পা ভেঙে গেছে। আমি এর বিচার চাই।
ইউপি সদস্য এনায়েত প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি মিথ্যা বলে ফোনের লাইন কেটে দেন। তালতলী হাসপাতালের চিকিৎসক স্যায়িদ হাসান সোহাগ বলেন, রোগীর দুইটি পা ভেঙে গেছে। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুপমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে পাঠানো হলে সেখানের রিপোর্টে দুই পা ভাঙা দেখা গেলে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply