নিজস্ব প্রতিবেদক // একই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রবিউল ইসলাম (২০) নামে এক কিশোর মোহাম্মদ হেলাল (২০) নামে আরেক কিশোরকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর রবিউলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর বিন্দুপাড়ার একটি আমবাগানে।
রোববার (২ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও সোমবার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। আহত হেলালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমের সম্পর্ক নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়া ওই দুই কিশোর ভোলাহাট উপজেলার চরধরমপুর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। হেলালের বাবার নাম জহির উদ্দিন।
তিনি মারা গেছেন। রবিউল ইসলামের বাবার নাম আইজুল ইসলাম। হেলাল এবং রবিউল সম্পর্কে আপন চাচাতো ভাই। স্থানীয়রা জানান, হেলাল, রবিউল দুজনই পেশায় রাজমিস্ত্রি। গত বছর তারা সিরাজগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে গেলে স্থানীয় এক কিশোরীর সঙ্গে পরিচয় হয়। গোপনে মোবাইল ফোনে কথা বলতে বলতে দুজনই ওই কিশোরীর প্রেমে পড়েন।
স্থানীয়দের ভাষ্য মতে, ওই কিশোরীর সঙ্গে দুজনেই সম্পর্কে জড়িয়েছেন এ কথা বুঝতে পারার পর তাদের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে রবিউল ইসলাম তার কাছে থাকা ছুরি দিয়ে হেলালের পেটে আঘাত করেন।এ ঘটনার পর স্থানীয়রা হেলালকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে রবিউল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আলম পান্না হেলালের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে হেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, প্রেমের সম্পর্ক নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযুক্ত রবিউল ইসলামকে স্থানীয়রা আটক করে থানায় দিয়ে গেছেন। তিনি বলেন, এ ঘটনায় হেলালের আপন ভাই রবিউলকে আসামি করে মামলা দায়ের করেছেন।
Leave a Reply