স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বহু মানুষকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার আচমকাই গ্যাসের লাইনে লিক থেকে এই বিস্ফোরণ হয়। কীভাবে গ্যাসের লাইন ফুটো হলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে।
নিজস্ব প্রতিবেদক // চীনের ইনচুয়ানে একটি বারবিকিউ রেস্তোঁরায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোঁরায় প্রচুর মানুষ ছিলেন। এখনো পর্যন্ত ৩১ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply