নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি বরিশাল মহাসড়কে সুতালরী সেতুর রেলিংয়ে সাথে প্রাইভেটকারের ধাক্কা লেগে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরের সুতালরী সেতুর উপর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বরিশাল গৌরনদী টিএনটি রোড এলাকার বাসিন্দা ছাইমুন , নবীন, সাগর এবং শাকিল হোসেন।
আহত শান্ত বিশ্বাস জানান, ভান্ডারিয়া থেকে তারা প্রাইভেটকারে গৌরনদীর উদ্দেশে যাচ্ছিল। ঝালকাঠি পুলিশ লাইন্সের সামনে একটি অ্যাম্বুলেন্স কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
Leave a Reply